শুক্রবার (১৭ মে) বেলা ১১টায় ঢাকার কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিষাক্ত খাদ্য: সাম্প্রতিক পদক্ষেপ ও করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
প্রকৌশলী আব্দুস সোবহান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের শিকার একটি নির্দিষ্ট বয়স বা গোত্রের মানুষ।
গোলটেবিল বৈঠকটি পরিচালনা করেন পবার সভাপতি আবু নাসের খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবহান। আলোচনা করেন, বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক আ ব ম ফারুক, বারডেমের ডা. আবু সাঈদ প্রমুখ।
অধ্যাপক আ ব ম ফারুক তার আলোচনায় বলেন, আমরা যে খাবার খাই তা যদি ভালো ও বিশুদ্ধ থাকে, তাহলে আমাদের যে সমস্ত রোগবালাই হয় তার অর্ধেক এমনিতেই ভালো হয়ে যাবে। সেই রোগ আমাদের হবেই না। তাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইকে সারা বছর যে কোনো সময় পণ্য বাজার থেকে সংগ্রহ করে পরীক্ষা করতে হবে। কোম্পানিগুলো বিএসটিআইকে যে পণ্য পরীক্ষার জন্য দেবে শুধু সেই পণ্যের পরীক্ষা করেই অনুমোদন দেওয়া যাবে না।
ডা. আবু সাঈদ বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষার অভাব। আমাদের উচিত বিজ্ঞানভিত্তিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে গবেষণা করে বের করা, কোন খাবারে কি ধরনের ভেজাল, ফরমালিন বা বিষ মেশানো হয়, তার ফলে মানুষের শরীরে কি ধরনের ক্ষতি হয়। একেকজন একেক রকম তথ্য বা কথা বললে হবে না। বিজ্ঞানভিত্তিক বাস্তবসম্মত তথ্য-প্রমাণসহ কথা বলতে হবে।
গোলটেবিল বৈঠক থেকে মানসম্পন্ন, ভেজাল ও বিষমুক্ত খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার মধ্যে সমন্বয় করে আটটি করণীয় তুলে ধরা হয়।
বাংলাদেশের সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
আরকেআর/এএ