শুক্রবার (১৭ মে) সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‘ধানের ন্যায্য দাম দাও, দিতে হবে’, ‘পাটকল শ্রমিকের মজুরি পরিশোধ করো, করতে হবে’ এ ধরনের স্লোগান আর প্ল্যাকার্ড হাতে সমাজের নানা শ্রেণির লোক এতে অংশ নেয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে কবি হাসান ফকরী বাংলানিউজকে বলেন, কৃষক উৎপাদন করে মূল্য পাবে না, শ্রমিক শ্রম দিয়ে মজুরি পাবে না, এটা মেনে নেওয়া যায় না। দেশের ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট হয়ে যায়। দেশটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।
তিনি বলেন, ফ্যাসিবাদ উৎখাত না করা পর্যন্ত শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তি হবে না। আমরা চাই, জনগণ সচেতনভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াক, তাদের অধিকার বুঝে নিক।
এসময় উপস্থিত ছিলেন কবি সাঈদ বিলাস, লেখক-কবি লতিফুল খবীর কল্লোল, কবি মাহবুব হাসান, কবি অভিমান্য মহন্ত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এমএমআই/একে