বৃহস্পতিবার (১৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
শুক্রবার (১৭ মে) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ভূমধ্যসাগরে সিলেটের ফেঞ্চুগঞ্জের একই পরিবারের তিন ভাইসহ কয়েকজনকে আট লাখ টাকা চুক্তিতে দালাল মারফত সাগর পথে ইতালি পাঠানোর প্রক্রিয়া করেছিলেন এনামুল। সাগর পথ পাড়ি দেওয়ার আগে ফেঞ্চুগঞ্জের নিহত যুবকদের পাঁচ মাস লিবিয়ায় দালালদের কাছে জিম্মি রেখে টাকা আদায় করে নেন এনামুল। এ ঘটনার পর থেকে ট্রাভেলস এজেন্সি বন্ধ করে পলাতক ছিলেন এনামুল। এরপর নিহতদের পরিবারের সদস্যরা এনামুলের সঙ্গে যোগাযোগ করে তার মোবাইল ফোন বন্ধ পান।
নিহতদের পরিবারের অভিযোগ, এনামুলের কারণেই তাদের সন্তানদের হারাতে হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এনইউ/আরআইএস/