ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ’র কালেক্টর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, মে ১৭, ২০১৯
রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ’র কালেক্টর আটক আটক মিশন চাকমা

রাঙামাটি: রাঙামাটি সদরের মানিকছড়ি এলাকায় যৌথবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিশন চাকমা (২৫) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে।

শুক্রবার (১৭ মে) সকালে রাঙামাটি কোতোয়ালি থানা সূত্রে এসব তথ্য জানানো হয়।  

এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

 

যৌথবাহিনী সূত্রে জানানো হয়- বৃহস্পতিবার দিনগত রাতে যৌথবাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে জেলা সদরের মানিকছড়ির দেপ্পাছড়ি এলাকায় চাঁদা আদায়কালে মিশন চাকমাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।  

আটক যুবক ইউপিডিএফ প্রসীত গ্রুফের কালেক্টর। ওইদিন রাতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে রাঙামাটি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রটি জানায়।  

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।