শুক্রবার (১৭ মে) সকালে শাহাবাগে জাতীয় জাদুঘরের সামনে সরকার কর্তৃক ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন। ‘আমরা কৃষক সন্তান’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজিত হয়।
গোলাম কুদ্দুস বলেন, এ বছর কৃষকরা ধানের ন্যায্য মজুরি পাচ্ছে না। এক মণ ধান উৎপাদন করতে যে খরচ করে কৃষক সেই খরচ ধান বিক্রি করে তুলতে পারছে না। তাহলে কৃষক বাঁচবে কিভাবে?
মধ্যস্বত্বভোগীদের কথা উল্লেখ গোলাম কুদ্দুস বলেন, এরা কৃষকদের কাছ থেকে ৫-৬শ’ টাকায় এক মণ ধান কিনে সরকারের কাছে বিক্রি করে হাজার টাকায়। দালাল-ফড়িয়াদের থামাতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নইলে কৃষক বাঁচবে না। আর কৃষক না বাঁচলে দেশ পড়বে খাদ্য সঙ্কটে।
ফড়িয়া, দালাল ও মজুতদারদের শক্তিশালী সিন্ডিকেট ভেঙে দিয়ে অবিলম্বে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মিন্টু কুমার মন্ডল, আমরা কৃষক সন্তান-এর সহ-সভাপতি নিকুঞ্জ হালদার, গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এস এম শাহীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ১৭ মে, ২০১৯
এমএমআই/এমজেএফ