এ সময় পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের জন্য খন্দকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
আব্দুল্লাহ আল মামুন জানান, কাপ্তানবাজারের খন্দকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পচা-বাসি খাবার সংরক্ষণ করে রাখতে দেখা গেছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের জন্য রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই এলাকার ‘জনপ্রিয় টি হাউজের’ ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন না করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএমপির এ ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
পিএম/ওএইচ/