বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জেলার মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের পানিছত্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামজা ময়মনসিংহ জেলার ফুলবাবাড়িয়া উপজেলার গৈলাযান এলাকার পানজু আলীর ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, মাদারীপুর থেকে কুরিয়ার সার্ভিসের কন্টেইনার একটি ট্রাক শরিয়তপুর যাচ্ছিল। পথিমধ্যে শহরের পানিছত্র এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মারা যান। এসময় ট্রাক চালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কন্টেইনার ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ১৬, ২০১৯
জিপি