শুক্রবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুছ মণ্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান সিকদার, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হক, এলজিইডি, মাদারীপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, টুঙ্গীপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, কোটালীপাড়া পৌর মেয়র শেখ কামাল হোসেনসহ বিভিন্ন প্রকল্প ও এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ১০, ২০১৯
আরএ