ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরগুনার ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, মে ১০, ২০১৯
বরগুনার ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার

বরিশাল: বরগুনার বেতাগী উপজেলায় গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. মা‌নিককে (৩৫) রাজধানীর দ‌ক্ষিণ মুগদার মান্ডা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১০ মে) সকালে বরিশাল শহরের রূপাতলীর র‌্যাব-৮ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপ-অধিনায়ক মেজর খান স‌জিবুল ইসলাম।

এর আগে বৃহস্প‌তিবার (৯ মে) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

মা‌নিক ঢাকার তুরাগ প‌রিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত ২৭ এপ্রিল রাত ৮টার দিকে ভিকটিম (৩২) তার চাচা ও চাচাতে ভাইয়ের মোটরসাইকেলে করে গান গাওয়ার জন্য মহেশপুরের উদ্দেশে রওয়ানা দেন। রাত ৮টা ২০ মিনিটের দিকে বরগুনার বেতাগী থানার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা মানিক ও মামলার অপর আসামি মো. আলমগীর হোসেন তাদের গতিরোধ করেন। এসময় তারা ভিকটিমের চাচাতো ভাই ও চাচাকে আঘাত করে ভিকটিমকে তাদের মোটরসাইকেলে তুলে নেন। পরে তাকে বেতাগী থানার পুটিয়াখালী সুইজঘাট সংলগ্ন বাগানের মধ্যে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ভিকটিমের চাচাতো ভাই ও অন্যদের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করেন।

এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই মানিক বাদী হয়ে বেতাগী থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব-৮ গোয়েন্দা অভিযান ও ছায়া তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দিনগত রাতে মামলার পলাতক আসামি মানিককে গ্রেফতার করা হয়। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মা‌নিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান স‌জিবুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ১০, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।