ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উল্লাপাড়ায় পিকআপভ্যান চাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, মে ১০, ২০১৯
উল্লাপাড়ায় পিকআপভ্যান চাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপভ্যানের চাপায় রায়হান আলী (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মে) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম-হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কের পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান পাঁচলিয়া রানিনগর গ্রামের ছোরহাব আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে বলেন, হাটিকুমরুলগামী পিকআপভ্যানটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এসময় পথচারী রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপভ্যানটি জব্দ করা গেলেও চালক ও হেলপার (সহকারী) পালিয়ে গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ১০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।