ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৭, মে ১০, ২০১৯
ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ড. এম এ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ঢাকা: বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এবং সুধাসদনে আলাদাভাবে বিশেষ দোয়া মাহফিল আয়োজিত হয়। এর আগে ওয়াজেদ মিয়ার রূহের মাগফেরাত কামনা করে দিনব্যাপী কোরান খতম করা হয়।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবু-উল-আলম হানিফ, আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, আহমদ হোসেন, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, রিয়াজুল কবীর কাউসারসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুধাসদনে দোয়া মাহফিলে ওয়াজেদ মিয়ার আত্মীয়দের মধ্যে উপস্থিত ছিলেন
বাহাউদ্দিন নাছিম, শামসুর রহমান টুটুল ও অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন।

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ খুরশিদ আলম, প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হায়দার চৌধুরী রোটন ছাড়াও সুজাতুর রহমান, এনামুল হক কালু, কবি শংকর, সাজ্জাদ সাকিব বাদশা, মিলন পাঠান, নাসিম আল মোমিন রুপক, আমজাদ হোসেন বাচ্চু, অভি চৌধুরী, মিজানুর রহমান, রফিকুল ইসলামসহ অনেকে সুধাসদনে দোয়া মাহফিলে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।