বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট শিমুল আকতার তাদের এ সাজা দেন।
সেসঙ্গে তাদের কাছ থেকে জব্দ করা দুইটি ল্যাপটপ, একটি কম্পিউটার, বিভিন্ন কোম্পানির ৩৫টি সিমকার্ড ও ২৫টি ভুয়া জাতীয় পরিচয়পত্র ধ্বংস করারও নির্দেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোরের আলাইপুরের খলিলুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গার হাবিবা খাতুন (১৭) ও একই উপজেলার দুর্গাপুরের সুরভী (১৮)।
এর আগে বুধবার (০৮ মে) রাত ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌর মেডিকেল মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভিডিও চ্যাটিং চক্রের সদস্যদের আটক করে পুলিশ। তারা মূলত অর্থের বিনিময়ে অনলাইনে অশ্লীল ভিডিও চ্যাটিং করতো। পরে তাদের এ সাজা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসএস/এসএ