ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, মে ১০, ২০১৯
কক্সবাজারে ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুর রহিম (৪৪) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরগাহ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রহিম ঝিলংজা ইউনিয়নের দরগাহ পাড়া গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে।

তিনি ঝিলংজা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দুর রহিমের সঙ্গে মকবুল সওদাগর পাড়ার মৃত নুরুল হক মেম্বারের ছেলে জিসাতের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জিসাত আব্দুর রহিমের শরীরে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় রহিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, খবর পেয়েই ওসি তদন্ত খাইরুজ্জমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। মূলত কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্তকর্তা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ৯, ২০১৯
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।