ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আদিবাসী-দলিতদের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৭, মে ১০, ২০১৯
আদিবাসী-দলিতদের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি অ্যাডভোকেসি সভায় আদিবাসী-দলিত নেতারা, ছবি: বাংলানিউজ

ঢাকা: আদিবাসী ও দলিতদের অধিকার নিশ্চিতে পৃথক মন্ত্রণালয় গঠন এবং তাদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন আদিবাসী-দলিত নেতারা।

বৃহস্পতিবার (০৯ মে) সকাল ১১টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে ‘আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকার ও সরকারি সেবাগুলোতে অর্ন্তভুক্তি’ বিষয়ক অ্যাডভোকেসি সভায় এ দাবি জানান তারা।

সভায় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মো. জুয়েল মিয়া, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদ, রাজশাহীর সভাপতি রবীন্দ্রনাথ সরেন, অভিযানের নির্বাহী পরিচালক বনানী বিশ্বাসসহ দেশের বিভিন্ন আদিবাসী, দলিত ও চা শ্রমিক সংগঠন এবং বিভিন্ন বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় আদিবাসী, দলিত ও চা শ্রমিক নেতারা বেশ কিছু দাবির কথা তুলে ধরেন। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- আদিবাসী ও দলিতদের সরকারি কর্ম কমিশনের প্রশিক্ষণ নীতিমালায় অন্তর্ভুক্তি করা, চাকরি ক্ষেত্রে বৈষম্য দূর করা, পৃথক ব্যাংক ঋণ নীতিমালা গ্রহণ করা, রাষ্ট্রীয় গেজেট তালিকায় বাদ পড়া আদিবাসী ও দলিত জনগোষ্ঠীকে তফসিলভুক্ত করা, আদিবাসী ও দলিতদের নির্যাতন, ধর্ষণ ও সম্পদ দখলের মামলাগুলো দ্রুত বিচার আইনের আওতায় আনা, আদিবাসী ও দলিতদের জন্য সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা এবং সমতলের আদিবাসী ও দলিতদের জন্য অর্থ সহায়তা আরও বৃদ্ধি করা।

সভায় জাতীয় আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, বিদ্যমান ব্যবস্থায় আদিবাসীদের মানবাধিকার প্রতিষ্ঠা হচ্ছে না। আদিবাসী ও দলিতদের বিষয়ে রাষ্ট্র সরাসরি সংবিধান লঙ্ঘন করছে। এমনকি আদিবাসী ও দলিতদের সঙ্গে উপনিবেশিক মানসিকতার আচরণ করা হচ্ছে।

রাজশাহীর জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, আদিবাসীরা নানা ধরনের বিপদের মধ্যে আছে। আমাদের ৭৫ ভাগ সম্পদ হরণ করা হয়েছে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় আদিবাসী ও বাঙালি ঐক্য প্রয়োজন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের উদ্দেশ্য ছিল এই প্রতিবেদনের মাধ্যমে আদিবাসী ও দলিতদের বিষয়ে এক ধরনের সংবেদনশীলতা তৈরি করা। বর্তমান সময়ে তথ্য নির্ভর আন্দোলন গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস রাষ্ট্র আদিবাসী ও দলিতদের অধিকার নিশ্চিত করে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে।

সম্প্রতি টিআইবি’র উদ্যোগে পরিচালিত ‘বাংলাদেশের আদিবাসী ও দলিত জনগোষ্ঠী: অধিকার ও সেবায় অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক এক গবেষণার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারের এই অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।

বাংলাদেশের সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।