ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধান গাছ পুড়িয়ে ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৬, মে ১০, ২০১৯
ধান গাছ পুড়িয়ে ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ ধান গাছ পুড়িয়ে বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: ধানের ন্যায্য মূল্যের দাবিতে ধান গাছ পুড়িয়ে বিক্ষোভ করেছে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে জেলার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

বাসদের নেতা-কর্মীরাসহ সাধারণ মানুষ এতে অংশ নেয়।

এসময় রাস্তার ওপরে ধান গাছে আগুন লাগিয়ে বিক্ষোভ করেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, ছাত্রনেতা মাহবুব আলম মিলন, মদনেরপাড়া অঞ্চল শাখার নেতা অফিজ উদ্দিন, মাহবুবার রহমান সিজু, রুকু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সরকার ধানের দাম ঘোষণা করলেও ধান ক্রয়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে ধান বিক্রি করছেন কৃষকরা।  

ধান, ভুট্টাসহ সব কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করাসহ সকল ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।