ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অটোচুরি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, মে ৯, ২০১৯
অটোচুরি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশা চুরির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে আলমগীর হোসেন (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (০৮ মে) দুপুরে উপজেলার পাগলা থানার নুরাপাড়া এলাকায় একটি চা স্টলের সামনে এ ঘটনা ঘটে। আলমগীর উপজেলার উস্তি ইউনিয়নের বুশাবাড়ী গ্রামের প্রয়াত হানিস মিয়ার ছেলে।

পাগল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি একটি অটোরিকশা চুরির টাকার ভাগাভাগি নিয়ে একই এলাকার মকবুলের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এরপর এদিন দুপুরে মকবুল ও সাদ্দামের নেতৃত্বে তাকে প্রকাশ্যে কুপিয়ে ফেলে রেখে যাওয়া হয়।  

পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ওসি জানান, আলমগীর স্থানীয় এলাকায় ‘ডাকাত আলমগীর’ নামে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতির কোনো মামলা না থাকলেও গত সপ্তাহে একটি চাঁদাবাজি ও নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল।  

তিনি জানান, এই ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। মামলার পর জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলবে।  

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, মে ০৯, ২০১৯ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।