ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৮, মে ৯, ২০১৯
রোহিঙ্গা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন

ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেছেন, বেল্ট অ্যান্ড রোডের (বিআরআই) আওতায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় চীন। এছাড়া চীন রোহিঙ্গা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

বুধবার (০৮ মে) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস। দ্বিতীয় বেল্ট অ্যান্ড ফোরাম সামিট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।

সংবাদ সম্মেলনে ঝ্যাং জুয়ো বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ, যারা বিআরআই উদ্যোগে সাড়া দিয়েছে। বাংলাদেশ-চীন দুই দেশের নেতৃত্ব বিআরআই’র সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেছে। বিআরআই’র আওতায় দুই দেশের মধ্যে কানেকটিভিটি, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক বৃদ্ধি ইত্যাদি খাতে সহযোগিতা বাড়ছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। এই সংকট নিয়ে দুই দেশের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন যে তিন দফা সুপারিশ দিয়েছিলো, তার এখনো প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানান তিনি।  

তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে। তবে এই সংকট মোকাবিলায় রাখাইনে যে উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়েছে, সেই উন্নয়ন কর্মসূচির অংশীদার চীনও।  

চীনা রাষ্ট্রদূত বলেন, গত দুই বছরে চীন বাংলাদেশের সঙ্গে সরকারি পর্যায়ে ১১টি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ৫টি প্রকল্পে ১২ দশমিক ৩ বিলিয়ন আরএমবি অর্থায়ন করেছে চীন।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মে ০৮, ২০১৯
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।