ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সোনারগাঁয়ে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৬, মে ৯, ২০১৯
সোনারগাঁয়ে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরীক্ষা দিয়ে ফেরার পথে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।

বুধবার (০৮ মে) সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা মো. মিছির আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় পাঁচজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।  

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া গ্রামের মিছির আলীর মেয়ে ও মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রিতু আক্তারকে স্কুলে আসা-যাওয়ার পথে জিকু শীল নামের এক যুবক দীর্ঘদিন ধরে উত্যক্ত করতো।

এ নিয়ে জিকুর পরিবারকে একাধিকবার অভিযোগ করলেও ওই স্কুলছাত্রীকে হয়রানি বন্ধ হয়নি।  

গত সোমবার (০৬ মে) দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে জিকুর নেতৃত্বে খোকন, বিপ্লব, স্বদেশ ও মুকুল সিএনজিতে করে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে।  

দু’দিন ধরে খোঁজাখুজির পরও মেয়েকে না পেয়ে বুধবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।  

অভিযুক্ত জিকু শীল নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর পূর্বপাড়া গ্রামের খোকন শীলের ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন বাংলানিউজকে বলেন, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ নেওয়া হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ০৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।