ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটালীপাড়ায় নসিমন উল্টে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, মে ৮, ২০১৯
কোটালীপাড়ায় নসিমন উল্টে নারী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইঞ্জিনচালিত নসিমন উল্টে খাদে পড়ে রাশিদা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী।

বুধবার (৮ মে) দুপুর ১টায় উপজেলার কুরপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা একই উপজেলার বলুহার গ্রামের ফয়জুজ্জামানের স্ত্রী।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বাংলানিউজকে বলেন, উপজেলার বরইভিটা থেকে সদরে আসার পথে কুরপালা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমনটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই নসিমনে থাকা রাশিদা নামে এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন আরও চারজন যাত্রী।

আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।