ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, মে ৮, ২০১৯
আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় জিরাবো ডাক্তারবাড়ি এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয়ে (২৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৮ মে) বেলা ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, জিরাবোর ডাক্তারবাড়ি এলাকায় ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়:  ১৪৫০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।