ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, মে ৮, ২০১৯
গাজীপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ থেকে শাহীন (২২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ মে) সকালে উপজেলার বালীগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহীন বালীগাঁও মধ্যেপাড়া এলাকার আমবর আলীর ছেলে।

তিনি ওই এলাকায় অটোরিকশা চালাতো।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় শাহীন। বুধবার সকালে বালীগাঁও এলাকায় গামছা দিয়ে হাত, পা, মুখ ও চোখ বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে শাহীনের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে, শাহীনকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মে ৮, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।