ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুগন্ধা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, এপ্রিল ৩০, ২০১৯
সুগন্ধা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হালিম তালুকদার বাংলানিউজকে জানান, সোমবার (২৯ এপ্রিল) রাতে খবর পেয়ে উপজেলার সুগন্ধা নদী থেকে ওই নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার পরনে সেলোয়ার কামিজ ছাড়াও কালো রংয়ের একটি বোরকা ছিল।  

বেশকয়েকদিন আগে তার মৃত্যু হওয়ায় মরদেহ কিছুটা বিকৃত হয়ে গেছে। মৃত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ পরীক্ষার জন্য নমুনা রাখা হবে এবং নিয়মানুযায়ী মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ওসি-তদন্ত হালিম।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।