ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জেডআরএফ’র পরিচালক শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবার মৃত্যুতে শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, আগস্ট ৩০, ২০২৫
জেডআরএফ’র পরিচালক শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবার মৃত্যুতে শোক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা মাহমুদ উল্লাহ।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস এর অন্যতম সদস্য বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩০ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কমফোর্ট হাসপাতালে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুম মাহমুদ উল্লাহ পেশাগত জীবনে রাজধানী ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

শোক বার্তায় তিনি বলেন, জেডআরএফ’র অন্যতম পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা মাহমুদ উল্লাহ এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যাথিত। শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই। সেইসঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন মরহুম মাহমুদ উল্লাহকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।