মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক ও জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ফান্ডে নতুন ৪ শতাংশ হারে অর্থ কর্তনের আদেশ বাতিলের জোড় দাবি জানান বক্তারা।
অপরদিকে, একই দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, শিক্ষক রিপন কুমার হালদার, সুনীল বরণ হালদার, মো. মাসুদ করিম, মো. ফারুক হোসেন, মো. হুমায়ুন কবির ও মো. মিজানুর রহমান।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমএস/ওএইচ/