ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সড়কে জনসচেতনতা বাড়াতে বরিশালে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, এপ্রিল ৩০, ২০১৯
সড়কে জনসচেতনতা বাড়াতে বরিশালে র‌্যালি সড়কে জনসচেতনতা বাড়াতে র‌্যালি, ছবি: বাংলানিউজ

বরিশাল: নিরাপদ সড়ক নিশ্চিতে জনসচেতনতা বাড়াতে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ এ স্লোগানে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নগরের সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

সেখালে জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুজ্জামানের সভাপতিত্বে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বিষয় সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় বরিশাল সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসা, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম, বিআরটিএ’র উপ-পরিচালক (ইঞ্জি) মো. মহসিন হোসেনসহ বিভিন্ন যানবাহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় ট্রাফিক আইন মেনে যানবাহন চালনাসহ রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বনসহ নানান সচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।