ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে হকার্সদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, এপ্রিল ৩০, ২০১৯
প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে হকার্সদের বিক্ষোভ সমাবেশে করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: হকার্সদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের জন্য রাজধানীতে বিক্ষোভ সমাবেশে করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ সভাপতিত্ব করেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাসেম কবির।

সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, সহ সাধারণ সম্পাদক হযরত আলীসহ হকার্স ইউনিয়নের নেতারা।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও একটি মহল হকার্সদের দাবি দাওয়া মেনে নিচ্ছে না। ব্যবসা করতে দিচ্ছে না। এর ফলে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জাতীয় সংসদে হকার্সদের দাবির পক্ষে ঘোষণা দেওয়ার প্রধানমন্ত্রীকে এ সময় ধন্যবাদ জানান হকার্স ইউনিয়নের নেতাকর্মীরা। এছাড়াও মেয়রকে প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি করা হয়।   

এই দাবি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী ৪ এপ্রিল নিউমার্কেট এলাকায় হকার্সদের পক্ষ থেকে আবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে ঘোষণা দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

বাংলাদেশের সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।