ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, এপ্রিল ৩০, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আতাবুর রহমান (৬০) ও পরশ মিয়া (১৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার আশুগঞ্জ ও বিজয়নগরে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বরে ট্রাকে পণ্য উঠানোর সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক চাপা দিলে বৃদ্ধ আতাউর গুরুত্বর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আতাউর উপজেলার খড়িয়ালা গ্রামের বাসিন্দা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি।

এ দিকে দুপুরে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে পরশ নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশ জানায়, দুপুরে বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে সিঙ্গারবিল বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যায়। পরে তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

বিজয়নগর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সুমন কুমার আদিত্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।