মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নগরের সদর রোডে এ মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
সনাকের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা’র সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সনাকের জেন্ডার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক টুনু রাণী কর্মকার।
মানববন্ধনে নুসরাতসহ অন্যান্য নারীর প্রতি সহিংসতা ও হত্যাকাণ্ডসহ এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে সনাকের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হয়।
সুপারিশগুলো হচ্ছে- দ্রুত বিচার আদালতে নুসরাত হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা, নুসরাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের যথাযথ আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং এসব অপরাধের সঙ্গে জড়িতদের আওতায় আনার পাশাপাশি অপরাধের শিকার পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া, নির্যাতিত নারী ও কন্যাশিশুদের ন্যায়বিচারসহ সব ক্ষেত্রে ও পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইনগুলোর কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, পেশাগত উৎকর্ষ ও কার্যকরতা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠান কর্মক্ষেত্রসহ সব পরিবেশ ও পরিস্থিতিতে নারীর নিরাপত্তা বিধান নিশ্চিত করা।
এসময় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল মহানগর প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি মো. আবদুল মালেক হাওলাদার, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী, আইসিডি এর প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ, স্কোপের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন শিপলু, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী মো. নাছির উদ্দিন, ব্লাস্টের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সাহিদা আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমএস/ওএইচ/