ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীর কদমতলীতে মাদক-জঙ্গিবিরোধী প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, এপ্রিল ৩০, ২০১৯
রাজধানীর কদমতলীতে মাদক-জঙ্গিবিরোধী প্রচারণা সভায় বক্তব্য রাখছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সপ্তাহব্যাপী গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে মাদক ও জঙ্গিবিরোধী প্রচারণা চালিয়েছে কদমতলী থানা পুলিশ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কদমতলীতে অনুষ্ঠিত এক সভায় সংশ্লিষ্টরা মাদক, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।  

সভায় কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর বলেন, কদমতলী থানা এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, জঙ্গি, ইভটিজিং থাকবে না।

মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।  

কদমতলী থানা এলাকায় প্রায় আট থেকে ১০ লাখ মানুষের বসবাস উল্লেখ করে তিনি বলেন, সমাজ রক্ষার দায়িত্ব আপনাদের। আমরা আপনাদের পাশে আছি, আমাদের সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, প্রত্যেক বাড়িওয়ালা তাদের বাড়ির ভাড়াটিয়াদের তথ্য ফরম পূরণ করে থানায় জমা দেবেন। আর যদি না দেন তাহলে কারো বাড়িতে জঙ্গি বা অপরাধী থাকলে সেই দায় বাড়িওয়ালাকেই নিতে হবে। আপনাদের সন্তানদের সন্ধ্যার পর পড়ার টেবিলে রাখুন। রাস্তায় আড্ডা দিতে দেবেন না।  সভায় বক্তব্য রাখছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর।  ছবি: বাংলানিউজ
সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফারুক হোসেন বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনেরও যদি কেউ মাদক-জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িত থাকে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন কদমতলী থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী সোহেল, ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম মুন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রুবেল, উপ-পরিদর্শক (এসআই) নজরুল, সিদ্দিক ও এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।