মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর বেইলি রোডে বাসায় অনন্যার পরিবারের কাছে চেক হস্তান্তর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।
এ সময় চেক গ্রহণ করেন অনন্যার বাবা অরুণ কুমার দেব ও বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
এর আগে গত ২৪ জানুয়ারি সিলেটের ওসমানী বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হন কলেজছাত্রী অনন্যা। বর্তমানে অনন্যা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
অনন্যার চিকিৎসায় এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে। সমাজের বিত্তবানদের কাছ থেকে সেই অর্থ সংগ্রহ করে বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেট নামের একটি সামাজিক সংগঠন। এ ধারাবাহিকতায় গত ৫ ফেব্রুয়ারি মন্ত্রী শাহাব উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুদান চেয়ে আবেদন করেন বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সাধারণ সম্পাদক বাবু।
এরপর গত ১৪ এপ্রিল দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টালে বাংলানিউজে ‘চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান চান অনন্যা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর অনন্যাকে ৫ লাখ টাকার অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনন্যার চিকিৎসায় অনুদান দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রী শাহাব উদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেটের সাধারণ সম্পাদক বাবু।
তিনি বলেন, অনন্যার চিকিৎসায় এখনো অনেক টাকা প্রয়োজন। তাই প্রধানমন্ত্রীর অনুদান অনন্যাকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০,২০১৯
টিএম/আরআইএস/