ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

১০ শতাংশ বেতন কর্তনের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, এপ্রিল ৩০, ২০১৯
১০ শতাংশ বেতন কর্তনের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর ও কল্যাণ ট্রাস্টে জন্য বেতনের ১০ শতাংশ কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষকরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।  
 
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া।

মানববন্ধন পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাউছার আলী শেখ।  

মানববন্ধনে বক্তব্য রাখেন বিটিএয়ের প্রধান উপদেষ্টা মো. আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি বেগম নুরুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জামিল প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা ঈদের আগেই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার আহ্বান জানান এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে কল্যাণ ট্রাস্টের জন্য ১০ শতাংশ বেতন কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান।  

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।  

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
আরকেআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।