মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিটিএয়ের প্রধান উপদেষ্টা মো. আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি বেগম নুরুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জামিল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ঈদের আগেই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার আহ্বান জানান এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে কল্যাণ ট্রাস্টের জন্য ১০ শতাংশ বেতন কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
আরকেআর/আরআইএস/