ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইটনায় দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, এপ্রিল ৩০, ২০১৯
ইটনায় দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নুরুন্নাহার (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  
নিহত নুরুন্নাহার উপজেলার গজারিয়া গ্রামের ফাইজুর রহমানের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে মৃগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল হাসান বাংলানিউজকে জানান, সোমবার (২৯ এপ্রিল) বিকেলে নূরুন্নাহারের ছেলে হাওর থেকে ট্রলিতে করে ধান আনতে যান। এসময় ওই এলাকার গাছেরবাড়ির লোকজনের ধানের খলার ওপর দিয়ে ট্রলি আনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নূরুন্নাহার গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়।
 
এ ঘটনায় উভয়পক্ষের লোকজনকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৩১ ঘন্টা, এপ্রিল ৩০, ২০১৯
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।