ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, এপ্রিল ৩০, ২০১৯
গাজীপুরে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকার একটি মার্কেট থেকে দুলাল মিয়া (৬০) নামে এ নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুলাল ময়মনসিংহের হালুয়াঘাট থানার মনিপুরা এলাকার মৃত  জবেদ আলীর ছেলে।

 

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, আমবাগ এলাকায় পরিবার নিয়ে বাসা ভাড়া থেকে স্থানীয় একটি মার্কেটে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন দুলাল। ভোরে মার্কেটের টিনের চালার তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন দুলাল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  

ধারণা করা হচ্ছে সংসারে অভাব অনটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান  এসআই হেলাল।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।