সোমবার (২৯ এপ্রিল) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উত্তর হারবাং এলাকার আলী আহমদের ছেলে আবদুল মোনাফ (৩৬) ও একই এলাকার রকিম উল্লাহর ছেলে আজিজুর রহমান (৩০)।
চকরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারাধন চন্দ্র দাস বাংলানিউজকে জানান, মোটরসাইকেলে করে চকরিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন মোনাফ ও আজিজুর রহমান। পথে তারা হারবাং গয়ালমারা এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখি মারসা পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
তিনি আরো জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে এবং মরদেহ দু’টি ফাঁড়িতে নিয়ে আসে। পরে নিহতদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ৩০,২০১৯
এসবি/জেডএস