সোমবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে নগরের আখালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরকত আলী সিলেট সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের মৃত ইদ্রিস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হিউম্যান হলার (সিলেট মেট্রো হ-১১-৩০৪৮) পেছন দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক বরকত আলীকে মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এনইউ/এসএ