সোমবার (২৯ এপ্রিল) তাদেরকে শহরের ইটবাড়ীয়া নামক স্থান থেকে আটক করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
আটক বাদশা, আল-আমিন ও সবুজ বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লাপাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়ীয়ার বধূঠাকুরানী গ্রামের বাসিন্দা।
বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল হাওলাদার জানান, বৈশাখী মেলা থেকে একটি ইজিবাইক চুরির ঘটনায় থানায় অভিযোগের পর থেকেই আমরা চোরদেরকে আটকের জন্য অভিযান চালাই। তারই ধারাবাহিকতায় তিন চোরকে আটক করতে সক্ষম হয়েছি। এসময় তাদের কাছ থেকে দুটি চলন্ত অটোরিকশা ও একটি খোলা ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, আন্তঃজেলা অটো-ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে আটক করতে পেরেছি। এ ধরনের চুরির সাথে জড়িত সবাইকে আটক করা হবে। তাছাড়া আটকদের বিরুদ্ধে মামলার পর (মঙ্গলবার) সকালে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৫০৭ ঘন্টা, এপ্রিল ৩০, ২০১৯
এইচএমএস/