ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে  আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৪, এপ্রিল ৩০, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে  আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে শিশুদের খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে  ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ভাদুঘর নগর পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ৪৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ভাদুঘর নগর পাড়া এলাকায় শিশুদের খেলা নিয়ে আম্বর গোষ্ঠী ও তাজুর গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র ব্যবহার করে। এসময় ৫ থেকে ৬টি ঘরবাড়ি ভাংচুর করা হয়। ঘণ্টাব্যাপী উভয় পক্ষের এ সংঘর্ষে ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ৪৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।