ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কালাইয়ে ভিজিডি’র ২৪০ বস্তা চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪০, এপ্রিল ৩০, ২০১৯
কালাইয়ে ভিজিডি’র ২৪০ বস্তা চাল জব্দ

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় ভিজিডি’র (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ২৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে ওই এলাকার একডি শেড থেকে চালগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফাজ উদ্দীন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি শেডের মধ্যে অভিযান চালিয়ে ভিজিডি’র ২৪০ বস্তা চাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাত্রাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, সকাল ৯টা থেকে ৪২৫ জন উপকারভোগীর মধ্যে আমরা চাল বিতরণ করি। এরমধ্যে ২৮ জন অনুপস্থিত থাকায় চালগুলো আমাদের পরিষদে রাখা হয়েছে। তবে পরিষদের বাইরে একটি শেডে কারা চালের বস্তাগুলো রেখেছে তা আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।