এ প্রশিক্ষণ কর্মশালার প্রতিটি ব্যাচে অংশ নেবেন ১০০জন চালক। দু’টি ব্যাচে দশ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
সড়ক দুর্ঘটনা রোধে এবং চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর বনানী বিআরটিএ ভবনে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। এসময় কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. শামসুল হক।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, চালকদের দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণ বিআরটিএ’র চলমান কার্যক্রমেরই অংশ। তিনি বলেন, নানান কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে তা থেকে উত্তরণে চালকদের দিক-নির্দেশনা দেবেন প্রশিক্ষকরা। এতে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএ’র পরিচালক সিরাজুল ইসলাম, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিবহনের সদস্য সচিব সাদিকুর রহমান মিয়া।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমআইএস/ওএইচ/