ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইফালপার সহ-সভাপতি হলেন ক্যাপ্টেন ইশতিয়াক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৭, এপ্রিল ২৯, ২০১৯
ইফালপার সহ-সভাপতি হলেন ক্যাপ্টেন ইশতিয়াক ক্যাপ্টেন ইশতিয়াক হোসাইন, ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলট অ্যাসোশিয়েশনের (ইফালপা) নির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ কমান্ডার ক্যাপ্টেন ইশতিয়াক হোসাইন।

সম্প্রতি জার্মানির বার্লিনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সরাসরি ভোটের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে তিনি নির্বাচিত হন। দক্ষিণ এশিয়া থেকে প্রথম কোনো ব্যক্তি এ পদে অধিষ্ঠিত হলেন।

সোমবার (২৯ এপ্রিল) বিমানের জনসংযোগ দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, উপমহাদেশ থেকে এখন পর্যন্ত কোনো এয়ারলাইনের পাইলট গুরুত্বপূর্ণ এ পদটিতে নির্বাচিত হননি। ক্যাপ্টেন ইশতিয়াক হোসাইন এভিয়েশন খাতে এশিয়া/প্যাসিফিক দেশ অস্টেলিয়া, হংকংসহ চীন, ফিজি, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, পাপুয়া নিউগিনি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সার্কের সব দেশসহ এবং ইউএসএয়ের কিছু দ্বীপ বেষ্টিত দেশের দায়িত্ব পালন করবেন।

বিশ্বব্যাপী পাইলটদের মতপ্রকাশে কানাডার মন্ট্রিল ভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন (ইফালপা), ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের সঙ্গে কাজ করে, যা জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের একটি বিশেষায়িত সংস্থা।

ক্যাপ্টেন ইশতিয়াক হোসাইন নির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হওয়ার আগে ৪ বার ইফালপার এশিয়া/ওয়েস্ট অঞ্চলের আঞ্চলিক সহ-সভাপতি ছিলেন।

এক পৃথক বিবৃতিতে ক্যাপ্টেন ইশতিয়াক হোসাইনের সম্মান অর্জনে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।