মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি, মিষ্টির দোকানে ওজনে কারচুপি ও ওষুধের দোকানে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান।
ওই বাজারের মেসার্স মনি মোহন ফল ভাণ্ডারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও ৩০ কেজি খেজুর তারিখ টেম্পারিং করার বিষয়টি নজরে আসায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৫১ ও ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং খেজুরগুলো ধ্বংস করা হয়।
এদিকে, ওজনে কম দেয়ায় দু’টি মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৬ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং দু’টি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
আরএ