ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ সর্বস্তরে পৌঁছে দেয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৬, এপ্রিল ২৯, ২০১৯
প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ সর্বস্তরে পৌঁছে দেয়ার আহ্বান মতবিনিময় সভা, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে স্থানীয় সাংবাদিক ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশ ও দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগগুলো সর্বস্তরের পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে রাজশাহীর নাইস ইন্টারন্যাশনাল হোটেল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভার আয়োজন করে আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহী।

সভায় আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক  লিয়াকত আলী, দৈনিক বার্তা পত্রিকার সম্পাদক এসএম আব্দুল কাদের, দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তছিকুল ইসলাম বকুল, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। এছাড়া বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের তাৎপর্য তুলে ধরে আঞ্চলিক উপ-প্রধান তথ্য অফিসার বলেন, প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে এবং উন্নয়ন বিষয়ে জনগণকে অবহিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাই গুরুত্বপূর্ণ। তিনি গণমাধ্যমের সহায়তা কামনা করেন।

সভায় রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জানান, জেলায় বিদ্যুতের কোনো ঘাটতি নেই। জনগণের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। সভায় ১০টি উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা রাজশাহী ভিত্তিক চলমান বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন। সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা এ সময় সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় ১০টি বিশেষ উদ্যোগের উপস্থাপনা করেন উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।