এ দিন সকাল ৭টায় শাহবাগ থেকে ফেনীর উদ্দেশে রোডমার্চে অংশ নেবে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের ৫০ সদস্যের একটি দল।
এসময় সোনাগাজী জিরো পয়েন্ট, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয়, নুসরাতের বাড়ি ও কবরস্থান সংলগ্ন আল হেলাল একাডেমি বিদ্যালয়ের সামনে সমাবেশসহ ফেনী ও কুমিল্লার চান্দিনাতে পথসভা করবে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট।
এ বিষয়ে সংগঠনটি বলছে, আমরা স্পষ্টভাবেই দাবি জানাচ্ছি- নুসরাত হত্যায় ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার ও পুলিশের ভূমিকার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।
সোমবার (২৯ এপ্রিল) যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে খুব দ্রুতই গ্রেফতার করা হয়েছে নুসরাত হত্যা মামলার আসামিদের। কিন্তু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এই হত্যাকাণ্ডের পেছনে আরও অনেকের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। নুসরাত হত্যার আগে এবং পরে আর্থিক লেনদেনের বিষয় ও ওসি মোয়াজ্জেম হোসেনের সংশ্লিষ্টতার বিষয়টিও স্পষ্ট।
এছাড়া ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ওসি মোয়াজ্জেম হোসেনকে রক্ষায় পুলিশ সদর দফতরে যে চিঠি দিয়েছেন, সেটাতে নুসরাতের পরিবারকে দোষারোপ করা হয়েছে। একইসঙ্গে এসপি সরাসরি ওসি মোয়াজ্জেমের পক্ষ নেওয়াতে এই মামলায় নতুন প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এদিকে, নুসরাতের মায়ের জবানবন্দিতে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক পিকে এনামুল করিমের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসাতে স্থানীয় প্রশাসনের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ।
ইতোমধ্যে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু এখনও তাকে গ্রেফতার করা হয়নি। সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে এটা স্পষ্ট যে, এই হত্যাকাণ্ডটি অনেক সুপরিকল্পিত এবং অনেক অপরাধীকে বাঁচানোর চেষ্টা এখনও চলমান।
এর আগে গত ১৯ এপ্রিল রাজধানীর শাহবাগে নুসরাত হত্যাকাণ্ডসহ নারী নির্যাতন ও ধর্ষণবিরোধী নাগরিক সমাবেশ থেকে সোনাগাজীতে নুসরাতের বাড়ি পর্যন্ত রোডমার্চ করার ঘোষণা দেয় যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট।
আরও পড়ুন>> নুসরাত হত্যাকাণ্ড: ঢাকা-সোনাগাজী রোডমার্চ ঘোষণা
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
টিএ