ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাজতির স্ত্রীকে ধর্ষণের ঘটনায় কারারক্ষীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, এপ্রিল ২৯, ২০১৯
হাজতির স্ত্রীকে ধর্ষণের ঘটনায় কারারক্ষীর বিরুদ্ধে মামলা

রাজবাড়ী: রাজবাড়ী জেলা কারাগারে আটক এক হাজতিকে জামিনের প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ঘটনার শিকার ওই হাজতির স্ত্রী (২৬)।  

মামলার অভিযোগে প্রকাশ, সম্প্রতি রাজবাড়ী জুট মিলে কর্মরত এক ব্যক্তি একটি মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে ছিলেন।

গত ১ ফেব্রুয়ারি ওই ব্যক্তির স্ত্রী তার স্বামীকে দেখতে জেলা কারাগারে যান। এসময় সেখানকার কারারক্ষী আনিসুর রহমান আজ্জুল (৩৫) এর সঙ্গে তার পরিচয় হয়। এই সূত্র ধরে ৫০ হাজার টাকা দিলে ৭ দিনের মধ্যে তার স্বামীকে জামিন করে দেওয়ার আশ্বাস দেন ওই কারারক্ষী। পরবর্তীকালে ওই কারারক্ষী উকিলের বাড়িতে যাওয়ার কথা বলে তাকে একটি মাহেন্দ্র গাড়িতে উঠিয়ে অজ্ঞাত এক বাড়িতে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। এমনকি এক সহযোগীকে দিয়ে ওই ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ভিডিও করে রাখে। গত ২৪ এপ্রিল রাতে জেলা কারাগার সংলগ্ন শ্মশান ঘাটের ভেতরে নিয়ে ফের ধর্ষণ করে।

এ ঘটনায় ওই গৃহবধূ নিজে বাদী হয়ে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য ১৩ মে দিন ধার্য করেছেন।

এ বিষয়ে জেল সুপার মো. আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কারারক্ষীর সঙ্গে ওই হাজতির বাক-বিতণ্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে।

রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, বিষয়টি খতিয়ে দেখতে জেল সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।