ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সন্ত্রাসবাদীদের একটাই পরিচয় খুনি: মনিরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, এপ্রিল ২৯, ২০১৯
সন্ত্রাসবাদীদের একটাই পরিচয় খুনি: মনিরুল

ঢাকা: কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদীদের কোনো দেশ, জাতি, ধর্ম নেই। এদের একটাই পরিচয়, এরা হচ্ছে খুনি।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ‘বিশ্ব সন্ত্রাস-জঙ্গিবাদ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) এ সভার আয়োজন করে।

মনিরুল ইসলাম বলেন, যেকোনো ধর্মেই সন্ত্রাসবাদের উত্থান হতে পারে। সেদিক থেকে এদের কোনো ধর্ম নেই। সুনির্দিষ্ট কোনো জাতি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বলার কোনো অবকাশ নেই। পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন জাতি থেকে সন্ত্রাসবাদীরা এসেছে। ফলে আমরা বলতে পারি, সন্ত্রাসীদের কোনো দেশ, জাতি, ধর্ম নেই। এদের একটাই পরিচয়, এরা হচ্ছে খুনি।

দেশের রাজনৈতিক দলের কথা উল্লেখ করে তিনি বলেন, দু’টি বিশেষ দল ছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দেশের অন্য দলগুলো সমর্থন করে না। সন্ত্রাসবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ নিয়ে যতো আলোচনা হবে, ততোই কমে আসবে।  

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবীর চৌধুরী তনময়।  

এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মো. আলী সিকদার, লেখক ও ব্লগার মারুফ রসুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমএমআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।