ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, এপ্রিল ২৯, ২০১৯
ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন গৌরীপুর থানা থেকে তাদের প্রত্যাহার করেন।  

প্রত্যাহার পাঁচ পুলিশ সদস্যরা হলেন- গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল, রুহুল আমিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন, কামরুল ইসলাম ও কনস্টেবল আল আমিন।

 

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী বাংলানিউজকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের ময়মনসিংহ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে রোববার (২৯ এপ্রিল) রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামের আবদুল কদ্দুসের ছেলে ব্যবসায়ী খোকন মিয়াকে (৩০) ইয়াবা বিক্রির অভিযোগে আটক করতে যান গৌরীপুর থানা পুলিশের ওই সদস্যরা।  

এক পর্যায়ে সাদা পোশাকে পুলিশ সদস্যরা খোকনের দোকানে তল্লাশি শুরু করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে আসেন। এরপর খোকনের দোকানে একটি পোটলা পাওয়া যায় বলে পুলিশ জানালে এর প্রতিবাদ জানান খোকন ও স্থানীয়রা। এ সময় খোকনকে পুলিশ সদস্যরা থাপ্পর দিলে তিনি অসুস্থ হয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। এক পর্যায়ে তারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে। পরে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়।  

বাংলাদেশে সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।