ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লাউয়াছড়ায় উদ্ধার নবজাতকের মা-বাবার পরিচয় মিলেছে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, এপ্রিল ২৯, ২০১৯
লাউয়াছড়ায় উদ্ধার নবজাতকের মা-বাবার পরিচয় মিলেছে  লাউয়াছড়া থেকে উদ্ধার করা কন্যাশিশু। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় মিলেছে।  

সোমবার (২৯ এপ্রিল) পুলিশ এ তথ্য জানায়। পুলিশ বলছে, শিশুটির বাবার নাম অরুণ কর।

সে উপজেলার কালাপুর ইউনিয়নের ভগলপুর গ্রামের মৃত লাল মোহন করের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক। বিবাহিত অরুণের দুটি সন্তানও রয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বাংলানিউজকে বলেন, অরুণ কর পাশের বাড়ির এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মেয়েটি সন্তান সম্ভাবা হয়ে পড়ে। পরে অরুণের ভগ্নিপতি লিটন করের সহযোগিতায় তার বন্ধু নিতাইয়ের বাসায় ওই কিশোরী নবজাতকের জন্ম দেন।  

এক পর্যায়ে লিটন ও নিতাইয়ের সহযোগিতায় অরুণ একদিন বয়সী নবজাতকটিকে লাউয়াছড়ায় ফেলে যান। পরে খবর পেয়ে লাউয়াছড়া উদ্যান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।  

আটক অরুণ কর।  ছবি: বাংলানিউজ

তিনি বলেন, এ ঘটনায় নবজাতকের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এতে অরুণসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ এপ্রিল) মধ্যরাতে আসামি অরুণকে গ্রেফতার করে পুলিশ।  

মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।  

এর আগে ২৪ এপ্রিল (বুধবার) লাউয়াছড়া থেকে নবজাতকটিকে উদ্ধারের পর শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছে পরী নামের ওই নবজাতক।  
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
বিবিবি/একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।