ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাকুন্দিয়ায় ট্রাক্টরচাপায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, এপ্রিল ২৯, ২০১৯
পাকুন্দিয়ায় ট্রাক্টরচাপায় নারীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক্টরচাপায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার তালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  মনোয়ারা উপজেলার চর পাড়াতলা গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।

 

স্থানীয়রা জানান, তালতলা বাজারের পাশে রাস্তা পার হচ্ছিলেন মনোয়ারা। এসময় বালুভর্তি একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।