নবীন এক বৈমানিককে ফ্লাইং ব্রেভেট পরিয়ে দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
ঢাকা: আর্মি অ্যাভিয়েশন গ্রুপ কর্তৃক পরিচালিত অ্যাভিয়েশন বেসিক কোর্স-১০ এর গ্র্যাজুয়েশন সমাপনী ও ফ্লাইং ব্রেভেট প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ আর্মি অ্যাভিয়েশন গ্রুপের এক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ নবীন সেনা বৈমানিকদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন।
২০১৭ সালের ৬ আগস্ট অ্যাভিয়েশন বেসিক কোর্স-১০ শুরু হয়।
এতে মোট নয়জন তরুণ সেনা কর্মকর্তা সফলতার সঙ্গে প্রাথমিক বিমান চালনা প্রশিক্ষণ সম্পন্ন করেন। ব্রেভেট প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সোমবার থেকে ওই সব সেনা কর্মকর্তা বৈমানিক রূপে নতুন দায়িত্ব পালনের চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছেন।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও অন্যান্য বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।