সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ধানাইদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমত আলী উপজেলার গড়মাটি গ্রামের সাবের আলীর ছেলে।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন নিহত আসমত আলীর ছেলে মিজানুর রহমান ও প্রতিবেশি বিপ্লব হোসেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার বাংলানিউজকে জানান, উপজেলার গড়মাটি গ্রামের আসমত আলী সকালে তার বাড়ি থেকে রসুন বিক্রির উদ্দেশে ভ্যানে ধানাইদহ দাঁড়িখৈর সাহেব বাজারে যাচ্ছিলেন। তিনি ধানাইদহ বাজারে পৌঁছালে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক ওই ভ্যানটিকে চাপা দেয়। এতে আসমত আলী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুই জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
নিহত আসমত আলীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এনটি